মহেশখালীতে গভীর রাতে পাহাড় কেটে মাটি বিক্রি

৫ ডাম্পার গাড়ি জব্দ, মামলা

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ১৬ অক্টোবর, ২০২২ at ৫:৪৩ পূর্বাহ্ণ

মহেশখালীতে পাহাড় কেটে মাটি বিক্রির সময় ৫টি ডাম্পার গাড়ি জব্দ করেছে পুলিশ। এ সময় গাড়ির মালিক ও পাহাড় কর্তনকারীর বিরুদ্ধে মামলা করা হয়। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নে পানিরছড়া গ্রামের জৈয়ারকাটায় এ অভিযান পরিচালনা করা হয়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী বলেন, গোপন সূত্রে পাহাড় কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫টি মাটি ভর্তি ডাম্পার গাড়ি জব্দ করি। পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত লোকজন ও শ্রমিকরা পালিয়ে গেলেও গাড়ি সরাতে পারেনি। এ ঘটনায় গাড়ির মালিক ও পাহাড় কাটায় জড়িতদের চিহ্নিত করে শনিবার মামলা রুজু করা হয়েছে। মামলার আসামিরা হলেন জাহেদ সিকদার (৩০), স্বপন পাল (৪৫), সারোয়ার (৩৮) ও সেলিম প্রকাশ সল্লু (৩০)।

পূর্ববর্তী নিবন্ধগ্রিড বিপর্যয়ে জড়িতরা চিহ্নিত, শিগগিরই ব্যবস্থা : প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধ২৮ কোটি টাকার প্রকল্প দেখেনি আলোর মুখ