মহেশখালীতে কোস্ট গার্ডের অভিযান, অস্ত্রসহ আটক ৩

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১০ অক্টোবর, ২০২৪ at ১১:১৬ পূর্বাহ্ণ

মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ডাকাতের প্রস্তুতিকালে ৩ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩টি দেশীয় তৈরি বন্দুক, ৬টি কার্তুজ এবং ৩টি রামদা ও ২টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। গতকাল বুধবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এই তথ্য জানান।

আটকরা হলেন, আজগর আলী (৪২), মো. রিদুয়ান (৩৯) ও রাকিবুল হাসান রুবেল (৩৫)

কোস্টগার্ড সূত্র জানায়, মহেশখালীর ঝাপুয়া বাজার সংলগ্ন এলাকায় ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড পূর্ব জোনের একটি দল বুধবার রাত ২টার সময় অভিযান চালায়। অভিযানের সময় তাদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, ০৬টি কার্তুজ, ৩টি রামদা এবং ২টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। আটককৃতদের মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় শিক্ষার্থীদের নিয়ে অগ্নিনির্বাপণ মহড়া
পরবর্তী নিবন্ধআজ ভাষাসৈনিক বদিউল আলম চৌধুরীর ১৭ তম মৃত্যুবার্ষিকী