মহেশখালীতে মা-বাবার সাথে অভিমান করে রিফা আক্তার (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। গতকাল ১২টায় মহেশখালী পৌরসভার সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিফা ওই এলাকার জালাল উদ্দিনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক তুচ্ছ বিষয়ে মা-বাবার সাথে অভিমান করে রিফা গলায় ওড়না পেঁচিয়ে গতকাল নিজ বাড়িতে আত্মহত্যা করে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।