মহেশখালীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নিহত ব্যক্তির নাম জসিম উদ্দিন (৫০)। তিনি উপজেলার ধলঘাটা ইউনিয়নের উত্তর সুতরিয়া গ্রামের জালাল উদ্দিনের পুত্র।
গত ২ ফেব্রুয়ারি সংগঠিত ঘটনায় আহত জসিম উদ্দিন গত শুক্রবার বিকালে কঙবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) তাজ উদ্দিন। ঘটনার পর পর পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন– মোঃ আরাফাত (৩০), মোঃ জাফর (৫৩), মোঃ সোহেল (২৫), খোরশিদা বেগম (৪৭) ও কাজল রেখা (২৫)। মহেশখালী থানার ইন্সপেক্টর (তদন্ত) তাজ উদ্দিন জানান– ধলঘাটায় পারিবারিক বিরোধের জেরে গত ২ ফেব্রুয়ারি একটি হত্যা চেষ্টার মামলা হয়। এঘটনায় আহত জসিম উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়ায় মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।