মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

মহেশখালী প্রতিনিধি | রবিবার , ১১ আগস্ট, ২০২৪ at ১১:৩৮ পূর্বাহ্ণ

দেশে সরকার পরিবর্তনের সুযোগকে কাজে লাগিয়ে মহেশখালীতে জায়গা দখল করতে গিয়ে স্থানীয় জনতা ও নৌ বাহিনীর টহল দলের হাতে অস্ত্র ও গুলিসহ আটক হয়েছে মো. রায়হান (৩২) নামে এক যুবক। তিনি উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরা ঘোনা গ্রামের আমির হোসেনের পুত্র। নৌবাহিনী সূত্র জানায়, বর্তমান পরিস্থিতিতে সর্বসাধারণের জানমাল, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের সার্বিক নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নৌবাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। এ লক্ষ্যে নৌ সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনাকালে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা আদিনাথ মন্দির এলাকায় টহল পরিচালনা করে। এসময় একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ মো. রায়হানকে হাতেনাতে আটক করা হয়। স্থানীয় একটি সূত্র জানায়, আটককৃত সন্ত্রাসীসহ ১০১১ জনের একদল সন্ত্রাসী ঠাকুরতলা ডেইলপাড়া গ্রামের জনৈক মো. জাবেদ বহদ্দারের বাগানসহ একটি জায়গা দখলে নিতে গিয়েছিল। এ সময় এলাকাবাসী সমবেত হয়ে তাদের ধাওয়া করে এবং টহলরত নৌবাহিনীর টিমকে খবর দেয়। এ সময় নৌবাহিনীর সহায়তায় ওই সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়। অন্যান্য সন্ত্রাসীরা পালাতে সক্ষম হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলী থানা এলডিপির মত বিনিময় সভা
পরবর্তী নিবন্ধনতুন শিক্ষাক্রম স্থগিত হয়নি : এনসিটিবি