বজ্রাঘাতে কক্সবাজারের মহেশখালী ও কুতুবদিয়া দ্বীপে ২ জন নিহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৬ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনের মধ্যে একজন মহেশখালী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের শ্রমিক। তিনি কুমিল্লা জেলার বি-বাড়িয়ার অধিবাসী। তার নাম জিলানী (৩০)। অপরজন কুতুবদিয়া দ্বীপের লেমশীখালী ইউনিয়নের বশির উল্লাহ সিকদার পাড়ার বাসিন্দা মুহাম্মদ আব্দুর রহমান (৬৬)।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রচণ্ড গরমে বৈরী আবহাওয়ায় সাগরে সৃষ্ট লঘুচাপ জনিত কারণে গতকাল ২৩ সন্ধ্যা ৬ টায় কক্সবাজারের মহেশখালী কুতুবদিয়া দ্বীপে আচমকা কালবৈশাখী ও বৃষ্টি নামে। এসময় প্রচণ্ড বজ্রপাতে উভয় দ্বীপে দুইজন নিহত হয়েছে। মাতারবাড়ীর বাসিন্দা দিদারুল ইসলাম জানান, সন্ধ্যা সাড়ে ছয়টায় মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের পস্কো কোম্পানিতে কর্মরত শ্রমিক কুমিল্লার বি-বাড়িয়ার বাসিন্দা জিলানী বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই জানান, বিষয়টি তিনি শুনেছেন, তবে কয়লা বিদ্যুৎ কর্তৃপক্ষ অফিসিয়ালি তাকে কোন কিছু জানাননি।












