কাপ্তাই উপজেলায় নারীদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। গত রোববার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন ক্লাবে ক্রীড়া সামগ্রী ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন বলেন, যেসব নারী সেলাই মেশিন চালাতে জানেন কিন্তু নিজের সেলাই মেশিন নাই এমন মহিলাদের মাঝে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এই সেলাই মেশিনের মাধ্যমে মহিলারা নিজেদের ঘরের যাবতীয় জামা কাপড় সেলাই করতে পারবেন। পাশাপাশি আশপাশের মানুষের জামা কাপড় সেলাই করে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবেন সেই লক্ষ্যকে সামনে রেখেই মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।