মহিলাদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের প্রস্তাব চসিক মেয়রের

| সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৫৬ পূর্বাহ্ণ

সংসদ সদস্য পদে মহিলারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার জন্য ১০০টি সংসদীয় আসনের প্রস্তাব করেছেন সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন। মহিলারা কারও দয়ায় নয়, সরাসরি ভোটে জিতে সংসদে যাবেএ মন্তব্যও করেছেন তিনি। গতকাল রবিবার বিকেলে কাজীর দেউড়ি নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে জাতীয়তাবাদী মহিলাদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা দলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, আজকে সংস্কারের কথা হচ্ছে। সেদিন একটি দৈনিক পত্রিকার সংস্কার প্রক্রিয়া নিয়ে এক মতবিনিময় সভায় আমি স্পষ্ট বলেছি, মহিলারা অত্যন্ত অবহেলিত। মহিলাদের যদি সিটি করপোরেশনে তিনজন কাউন্সিলরের বিপরীতে একজন করে কাউন্সিলর হতে পারে সরাসরি ভোটে, তাহলে অবশ্যই তিনজন এমপির সঙ্গে একজন মহিলা এমপি অবশ্যই সরাসরি ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে যেতে পারে। তাহলে আমরা ১০০ জন নির্বাচিত সংসদ সদস্য পাবো। আমি চাই, মহিলারা কারো কোনো দয়ায় নয়, তারা সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হবে। এতে তাদের মর্যাদা বাড়বে, সংসদে কথা বলার একটা সুযোগ তৈরি হবে। এতে প্রধান বক্তার বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নারী সমাজের উন্নয়নে মহিলাদলকে প্রতিষ্ঠা করেছিলেন। এই দলের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের নারী সমাজকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। প্রতিষ্ঠালগ্ন থেকেই মহিলাদল দেশ, দেশের মানুষের উন্নয়ন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐতিহাসিক ভূমিকা পালন করে যাচ্ছে।

মহানগর মহিলাদলের সভাপতি সাবেক কাউন্সিলর মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফাতেমা কাজলের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল নাঈম রিকু। বক্তব্য রাখেন মহানগর মহিলা দলের সিনিয়র সহ সভাপতি সকিনা বেগম, সহ সভাপতি সাহিদা বেগম মালা, মারিয়া সেলিম, রেজিয়া বেগম মুন্নি, রেনুকা বেগম, জুলেখা বেগম জুলি, রোকেয়া বেগম রাকু, সামছুন নাহার প্রেমা, সায়রা বেগম, কামরুন নেছা, মনোয়ারা বাবুল, রোখসানা বেগম মাধু, কোষাধক্ষ নাছিমা আলম, হাবিবা সুলতানা, আসমা বেগম, ফরিদা আকতার, আলতাজ বেগম, বৃষ্টি আকতার, সুলতানা বেগম, নাজমা বেগম, শামছুন নাহার, সানজিদা ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম টইটং রহমানিয়া ইবতেদায়ি মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষকের বিদায়
পরবর্তী নিবন্ধউচ্ছ্বাস সংসদের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন