নারী বিশ্বকাপে আরও একবার ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। গতকাল ওয়েলিংটনে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট পেয়েছে অসিরা। এ নিয়ে নারী বিশ্বকাপের ১২ আসরের মধ্যে নয়বারই ফাইনালে উঠলো তারা। আগামী রোববার ফাইনাল ম্যাচে বিশ্বকাপে নিজেদের সপ্তম শিরোপার জন্য লড়বে অস্ট্রেলিয়া। বৃষ্টির কারণে ৪৫ ওভারে নেমে আসা সেমিতে আগে ব্যাট করে ৩০৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় তারা। জবাবে ১৪৮ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
টস হেরে ব্যাট করতে নেমে অ্যালিসা হিলি ও রাচেল হেইনস মিলে উদ্বোধনী জুটিতে তোলে ২১৬ রান। রাচেল ৮৫ রান করে ফিরলেও হিলি করেছেন ১০৭ বলে ১২৯ রান। শেষ দিকে অধিনায়ক লেনিং ২৬ বলে ২৬ ও বেথ মুনি ৩১ বলে ৪৩ রান করলে ৩০৫ রানে পৌছে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নামা ক্যারিবীয়দের পক্ষে দুই অংকের ঘরে যেতে পেরেছেন কেবল তিনজন। অধিনায়ক স্টেফানি টেলর করেছেন সর্বোচ্চ ৪৮ রান। এছাড়া হিলি ম্যাথুজ ৩৪ ও দেয়ান্দ্র ডটিন খেলেছেন ৩৪ রানের ইনিংস।