জাতীয়তাবাদী মহিলা দল সীতাকুণ্ড উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ফৌজদারহাটে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলাধীন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন। মহিলা দল নেত্রী অ্যাডভোকেট রওশন আরার সভাপতিত্বে ও অ্যাডভোকেট নাছিমা আক্তার ডলির সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম–৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী এফসিএ। তিনি বলেন, মহিলা দল বিএনপির একটি শক্তিশালী অঙ্গ সংগঠন। শহীদ জিয়ার আদর্শ ঘরে ঘরে পৌঁছে দিতে মহিলা দল অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের জনগোষ্ঠীর অর্ধেক নারী সমাজের উন্নয়ন ও তাদের মর্যাদা নিশ্চিতে বিএনপি সবসময় সচেতন। আগামীতেও মহিলাদেরকে যুক্ত করে দেশের কর্মযজ্ঞ পালিত হবে। অবহেলিত নারী সমাজের উন্নয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় ছিলেন আন্তরিক।
তাই ৯১ সালে ক্ষমতায় এসেই তিনি মেয়েদের শিক্ষায় যুক্ত করেছিলেন উপবৃত্তি। আগামী নির্বাচনে মহিলা দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মহিলা দল নেত্রী নাজমুল নাহার নেলী, বিএনপি নেতা জয়নাল আবেদীন দুলাল, মোহাম্মদ মোরসালিন, মো. আবুল হাসেম, মহিলা দলের রেজিয়া মেম্বার, কলি মেম্বার, পারুল মেম্বার, বিলকিস আরা বেগম মেম্বার, কাঞ্চনা আক্তার মেম্বার, আঁখি আক্তার, নুর জাহান বেগম পারুল, রহিমা বেগম মেম্বার, বানু, কুলছুম মেম্বার, নার্গিস বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












