জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক গত ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এক স্মারক মূলে প্রেরিত পত্রের নির্দেশনা অনুযায়ী বিভাগীয়/জেলা/উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার ০৭ (সাত) সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটি গঠনের জন্য লক্ষ্যে সরাসরি ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি (মহিলা), স্থানীয় প্রেক্ষাপটে সর্বজন শ্রদ্ধেয়/সর্বজন গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী/ক্রীড়া সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তি (মহিলা), ক্রীড়া সম্পৃক্ত/সংগঠক ছাত্রী প্রতিনিধিবৃন্দের আবেদন গ্রহণ করা হবে। এতদোপলক্ষ্যে, উপরে উল্লেখিত চট্টগ্রামের আগ্রহী ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তিবৃন্দদের (মহিলা) আজ ২৩ মার্চ হতে ২৭ মার্চের মধ্যে জেলা প্রশাসকের বরাবরে নিজ নিজ বায়োডাটাসহ আবেদনপত্র জমা প্রদানের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), চট্টগ্রাম আহ্বান জানিয়েছেন। আবেদনপত্র জমা প্রদানের স্থান– অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর কার্যালয়, চট্টগ্রাম। প্রেস বিজ্ঞপ্তি।