মহিলা আওয়ামী লীগের ব্যানারে সব পুরুষ!

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২১ জুলাই, ২০২৩ at ৪:৩৯ পূর্বাহ্ণ

সারা দেশের ন্যায় বুধবার খাগড়াছড়িতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন অংশ নেয়। তবে শোভাযাত্রায় শুরুতেই মহিলা আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগের জেলার শীর্ষ নেতাদের অংশ নিতে দেখা যায়। ব্যানারের পিছনে পুরুষ থাকলেও মহিলা আওয়ামী লীগের কোন নেতাকর্মী ছিল না। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে অনেকেই ট্রল করে।

মুর্হূতে তা ভাইরাল হয়ে যায়। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি পোস্ট করে রসাত্মক মন্তব্য করে। তবে কেউ কেউ পরে পোস্টটি মুছে ফেলেন। আহম্মদ আমান মাসুদ নামে এক ব্যক্তি ফেইসবুকে পোস্ট করে লিখেন, ‘মহিলা আওয়ামী লীগের ব্যানারে পুরুষ রাস্তায় নামছিল বলেই মনে হয় সেদিন খাগড়াছড়ি শহরে এতো ঝামেলা হইছে।’ তবে ভুলবশত এমনটি হয়েছে বলে দাবি করেছেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনা আক্তার। তিনি বলেন, ছবিটি আমি দেখেছি এবং এটা নিয়ে কথা বলেছি। কেন এটা হল? শোভাযাত্রায় দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যানার ছিল। তাড়াহুড়ো করতে গিয়ে ব্যানারটা মহিলা লীগের চলে আসছিল। জানা অবস্থায় কেউ এটা করে নাই।’ শোভাযাত্রায় অংশ নেয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বলেন, ‘এটি আসলে ভুলবশত হয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধএকদল কিশোরের ঝগড়া থামাতে গিয়ে অপর দুই কিশোর ছুরিকাহত
পরবর্তী নিবন্ধটেকনাফে সমুদ্র চরে মানবকঙ্কাল