মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন মামলা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৪:৫৯ পূর্বাহ্ণ

দ্বাদশ সংসদ নির্বাচনের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের মামলায় চট্টগ্রাম১০ (ডবলমুরিং, খুলশী, পাহাড়তলী) আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন এ আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী তারিকুল ইসলাম আজাদীকে বলেন, নির্বাচন কমিশন মামলার আবেদন করলে আদালত তা গ্রহণ করে মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে সমন জারি করেন এবং আজকের (গতকাল) তারিখে হাজির হতে নির্দেশ দেন। সে অনুযায়ী হাজির হওয়ার কথা থাকলেও তিনি হাজির হননি। এ জন্য আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আগামী ১২ মে মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী আজাদীকে বলেন, আদালত থেকে জারি করা সমন ফেরত এসেছে। এ জন্য স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম১০ নির্বাচনী এলাকায় মসজিদ, মন্দির ও প্যাগোডায় অনুদানের চেক বিতরণ করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর ৩ ধারা লঙ্ঘন হয়েছে উল্লেখ করে গত ১৬ জানুয়ারি নৌকার প্রার্থী হয়ে জয়ী সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মামলাটি দায়ের হয়। একই আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মনজুর আলমের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের নির্দেশে করা এ মামলার বাদী ছিলেন ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল।

মামলার এজাহারে বলা হয়, নির্বাচনের আগে ২২ ডিসেম্বর সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে এক হাজার টাকা করে এবং মাদানী মসজিদে এক লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন মহিউদ্দিন বাচ্চু। এছাড়া ২৩ ডিসেম্বর মধ্যম রামপুরার নতুন বাজার জামে মসজিদে মসজিদ, মন্দির ও প্যাগোডার প্রতিনিধিদের মাঝে ৫২ হাজার টাকা করে এবং ২৪ ডিসেম্বর লালখান বাজারে নির্বাচনী কার্যালয় থেকে ইমাম মুয়াজ্জিনদের মাঝে ৬০ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন পাঁচ থানা স্থাপনের প্রস্তাব
পরবর্তী নিবন্ধতিন পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ২০