চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদ বাংলাদেশের উদ্যোগে গত ১৭ ডিসেম্বর বিকেলে বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মরণে চট্টগ্রাম প্রেসক্লাবস্থ বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, বীর মুক্তিযোদ্ধা এবিএম মহিউদ্দিন চৌধুরী গণ মানুষের নেতা ছিলেন। তিনি চট্টগ্রামের উন্নয়নের ক্ষেত্রে আপোষহীন ভূমিকা রাখেন। তিনি বিশ্বাস করতেন চট্টগ্রামের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন।
বঙ্গবন্ধু আদর্শের একজন আদর্শিক সৈনিক হিসেবে তিনি ভোগের রাজনীতি করেননি, ত্যাগের রাজনীতি করেছেন। জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রিয়ভাজন হিসেবে বাংলাদেশের রাজনীতিতে অপরাজনীতির বিরুদ্ধে কাজ করে গেছেন। তার মত নেতা ভবিষ্যৎ চট্টগ্রামে আর দ্বিতীয়টি পাবো কিনা সন্দেহ আছে। এতে বিশেষ অতিথি চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, বর্তমানে রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন, এ অবস্থায় মহিউদ্দিন চৌধুরীর মত পরীক্ষিত নেতার খুবই প্রয়োজন ছিল।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, মহিউদ্দিন চৌধুরী আমাদের রাজনৈতিক শিক্ষক। তার কাছ থেকে মাঠের রাজনীতি শিখেছিলাম বলে আজ আমি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে পেরেছি। এতে আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলম।
চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ পরিষদের সভাপতি এ এম মাহবুব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মৃতিচারণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. ইউসুফ সিকদার, আবুল বশর ভূইয়া, এড. কামরুন নাহার, মোসলেহ উদ্দিন মনসুর, দিলারা ইউসুফ, ডা. নাসির উদ্দিন মাহমুদ, অধ্যাপিকা রেখা আলম চৌধুরী, নিবেন্দু বিকাশ চৌধুরী, আবদুর রহমান, এড. আবদুল মান্নান চৌধুরী, এড. আবু নাসের চৌধুরী, মিসেস খুরশীদ রোকেয়া, মো. মহিউদ্দিন চৌধুরী, মো. ইমতিয়াজ আহমদ, নাছির আহমদ, কাউন্সিলর আনজুমান আরা, একরাম হোসেন, প্রফেসর ড. ওমর ফারুক মিয়াজী, হারুন গফুর ভূইয়া, আবু মোহাম্মদ আরিফ, মাহমুদুল করিম, মুনিরুল ইসলাম, বিজয় শংকর দত্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।