মহিউদ্দিন চৌধুরী ছিলেন গণমানুষের নেতা

মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৭:০৮ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটি : প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, সাবেক মেয়র, আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে পুষ্পমাল্য অর্পণ করেছেন ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হকের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। গতকাল বুধবার পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন উপাচার্যের উপদেষ্টা মো. আবু তাহের, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক, গণিত বিভাগের চেয়ারম্যান ইফতেখার মনির, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, প্রক্টর আহমদ রাজীব চৌধুরী, ডেপুটি লাইব্রেরিয়ান জনাব কাউছার আলম ও স্থপতি শহীদুল হক। এর আগে নগরীর জিইসি মোড়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদে তাঁর আত্মার শান্তি কামনায় খতমে কোরান, মিলাদ, দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ মঈনুদ্দিন ও মাওলানা বোরহান উদ্দিন হোসাইনি।
উত্তর জেলা আ.লীগ : চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার চশমা হিলস্থ কবরে গতকাল বুধবার উত্তর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংগঠনের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়।এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক মো. মঈনুদ্দিন, মো. আবুল কালাম আজাদ,এটিএম পেয়ারুল ইসলাম, দেবাশীষ পালিত,জসিম উদ্দিন শাহ, আলাউদ্দিন সাবেরী,জাফর আহমদ, নাজিম উদ্দিন তালুকদার,আবু তালেব, ব্যারিষ্টার প্রিয়াংকা আহসান, আ স ম ইয়াছিন মাহমুদ, ইফতেখার হোসেন বাবুল, মো সেলিম উদ্দিন, ফেরদৌস হোসেন আরিফ,আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, রাশেদ খান মেনন, শেখ ফরিদ, তানভীর হোসেন তপু, রেজাউল করিম প্রমুখ।
এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ : এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকীতে শাহ আমানত (রহ.) দরগাহ্‌ শরীফ প্রাঙ্গণে এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিল এবং এতিম-হাফেজে কোরআনদের ও গরীব দুঃখীদের মাঝে তবারুক বিতরণ করা হয়েছে। কর্মসূচির উদ্বোদক হিসেবে উপস্থিত ছিলেন পিএইচপি গ্রুফের চেয়ারম্যান সুফী মুহাম্মদ মিজানুর রহমান। সাথে ছিলেন শাহ আমানত (রহ.) মাজার শরীফের মতোয়াল্লী শাহজাদা মুহাম্মদ শওকত আলী খান শাহীন এবং মহানগর যুবলীগের সিনিয়র সদস্য সাবের আহমদ। উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা ইফতেখার উদ্দিন বাবলু, মুহাম্মদ আহম্মেদ ইমু।
৪২নং ওয়ার্ড আ.লীগ : শেখ ফরিদ চশমা জামে মসজিদ প্রাঙ্গণে মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে তার কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ৪২নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ। এ উপলক্ষে হাজী সিদ্দিক আহম্মদ কোম্পানির সভাপতিত্বে ও এম.এ.তাহেরের সঞ্চালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের আহ্‌বায়ক মহিউদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি কাউন্সিলর মো. মোরশেদ আলম। বক্তব্য রাখেন এম.এ.মান্নান খান, নজরুল ইসলাম, শাহিনুল আলম শাহিন, জাফর আহম্মদ, বজল আহম্মদ, মাহফুজুর রহমান বাবুল, আহসান চৌধুরী হাসান, জাবেদ হোসেন খান, এস এম ইসমাঈল বিপ্লব, সৈয়দ আসাদ সর্দার, সালাউদ্দিন লেদু, আল মাসুদ চৌধুরী হিরু, ইউসুফ মানিক, মোতালেব সরকার প্রমুখ।
নাগরিক সমাজ চট্টগ্রাম : নাগরিক সমাজ চট্টগ্রামের উদ্যোগে চট্টলবীর বীর মরহুম আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী গতকাল বুধবার পালন করা হয়। এতে বক্তব্য রাখেন মফিজুর রহমান, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, মাহবুবুর রহমান, অ্যাড. মাহফুজুর রহমান খান। উপস্থিত ছিলেন স্বপন মজুমদার, বনবিহারী চক্রবর্তী, মো. আইয়ুব, নান্টু বড়ুয়া,কবি অসীম দাশগুপ্ত, এম. নুরুল হুদা চৌধুরী, তাপস দে, আমিনুল ইসলাম মুন্না, সাজ্জাদ হোসেন জাফর, আব্দুল মজিদ বিপ্লব, দিদারুল ইসলাম মুরাদ, সৈয়দ নাফিজ উদ্দিন, নুরুল আজম, অনির্বাণ দত্ত, জায়দিদ মাহমুদ প্রমুখ।
জামাল খান ওয়ার্ড আ.লীগ : ২১নং জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল বুধবার সাবেক মেয়র আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় মুনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আবুল হাশেম চৌধুরী বাবুল, হাজী শাহাবুদ্দীন, মো. জাহাঙ্গীর আলম, মো. এনামুল হক, চিত্তরঞ্জন সরকার, মিথুন বড়ুয়া, মো. নাসির উদ্দিন, মো. সৈয়দুল আলম, মো. জাহাঙ্গীর মোস্তফা, কাজী বখতেয়ার উদ্দিন, বাবুল দেব রায়, মৃদুল কুমার দাশ, আবু ফরহাদ সাবু, আহমেদ আবু মঞ্জুর, তৌহিদুর রহমান, মো. মাসুদ আলী, নির্মল চন্দ্র দাশ, মো. শরফুদ্দীন মাহী, সায়েদুল হক, কাঞ্চন চৌধুরী, এটিএম আহসান উল্লাহ খোকন, ইকবাল আহমেদ ইমু, মো. আহসান উল্লাহ, উত্তম সেন, ইসমাইল হোসেন লিটন, জাহেদুল ইসলাম মঞ্জু, নুরুল আলম চৌধুরী, মো. শফিকুল আলম, মো. শফিকুল ইসলাম, মো. হায়দার, বিপ্লব দাশ প্রমুখ।
এমইএস কলেজ ছাত্রলীগ : ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ মসজিদে বাদ জোহর দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে সকালে মৃত্যুবার্ষিকী উপলক্ষে কলেজ ছাত্রলীগের উদ্যোগে চশমা হিলস্থ কবের পুষ্পমাল্য অর্পন করা হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওয়াদুদ। এসময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ আনম সরেওয়ার আলম, উপাধ্যক্ষ এম রেজাউল করিম চৌধুরী, ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিন চৌধুরী, সাবেক ছাত্রনেতা মোশারফ হোসেন রকেট, মো. জাবেদ, ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মহসীন, মহানগর যুবলীগ নেতা নাসির উদ্দিন, মো. কায়সার হোসেন, গোলাম, মো দস্তগীর, মাইনুল ইসলাম রাজু, রাজেস বড়ুয়া, সৌমেন বড়ুয়া, মো. ফয়সাল বিন ফয়সাল, নুরুল ইসলাম সুমন, রেজাউল করিম রিটন, মো. রাসেল, মো. নাজমুল আহসান, মো. কামরুল হাসান শিবলু, সৈয়দ মীর, মো. সাহেদ, মো. রুবেল হোসেন, মো. প্রমি প্রমুখ।
৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড : এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল গতকাল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন ওয়ার্ড যুবলীগ নেতা নিজাম উদ্দিন। রেদোওয়ান করিম হৃদয়ের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহবায়ক সৈয়দ সরওয়ার মোর্শেদ কচি। প্রধান বক্তা ছিলেন ৯নং ওয়ার্ড যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক মীর আহমদ খোকন। বিশেষ অতিথি ছিলেন থানা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক জাহাঙ্গীর আলাম বাবু, বেলাল উদ্দিন, সালেহ আহম্মেদ রাসেল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধড. মইনুল ইসলামের কলাম
পরবর্তী নিবন্ধজনসংযোগ সমিতির বার্ষিক সাধারণ সভা