মহিউদ্দিন চৌধুরী কখনো নীতি ও আদর্শচ্যুত হননি

স্মরণসভায় শিক্ষা উপমন্ত্রী

| শনিবার , ২ জানুয়ারি, ২০২১ at ৬:৩০ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেছেন, মহিউদ্দিন চৌধুরী প্রকৃত অর্থে গণমানুষের নেতা ছিলেন। তাই তিনি সাধারণ মানুষের মুখের ভাষা বুঝতেন, তাদের চাওয়া পাওয়ার কথা জানতেন। একারণে তিনি একজন আঞ্চলিক নেতা থেকে জাতীয় নেতায় পরিণত হয়েছিলেন। তিনি কখনো নীতি
ও আদর্শচ্যূত হননি। আমরা যারা রাজনীতি করি তাদের সবারই তাঁর কাছে অনেক কিছু শেখার আছে। গতকাল শুক্রবার এবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে চকবাজার থানা আওয়ামী লীগের উদ্যোগে কাতালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। তিনি আসন্ন চসিক নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দীন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনসারুল হকের সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য দেন, শহীদুল আলম, সিরাজুর রহমান, শেখ হারুন উর রশিদ, সাইফুল ইসলাম ভূঁইয়া, নাজিম উদ্দিন, আবুল কালাম আজাদ, অমর দত্ত, কামরুল হাসান, শামশুল আলম, রতন ভট্টাচার্য্য, অ্যাড. দিদারুল আলম, ১৬নং চকবাজার কাউন্সিলর প্রার্থী সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, আবুল হোসেন আবু, মহিলা কাউন্সিলর প্রার্থী রুমকি সেনগুপ্তা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধলক্ষ্যের পুরো ঋণ ৫ মাসেই