মহিউদ্দিন চৌধুরী আমাদের চেতনার বাতিঘর

বিজয় মঞ্চে স্মরণসভায় ইকবাল সোবহান চৌধুরী

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৬ ডিসেম্বর, ২০২২ at ৬:০০ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, চট্টলবীর এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী আমাদের চেতনার বাতিঘর। কর্মে-সৃজনে মানুষ গড়ার কারিগর। আজ মহিউদ্দিন ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে দৃঢ় বিশ্বাস থেকে বলছি তিনি সময়ের সাহসী সন্তান। আমাদের সকল শুভযাত্রায় মহিউদ্দিন ভাইকে স্পর্শ করি, তিনি মৃত্যুহীন চিরঞ্জীব।

গতকাল এম এ আজিজ স্টেডিয়ামস্থ মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী এসব কথা বলেন। মুখ্য আলোচক ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ এম.পি।

প্রধান বক্তা মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি বলেন, আমার পিতা চট্টলবীর এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী কেন্দ্রীয় নেতার পদপদবী গ্রহণ না করে চট্টগ্রামের স্বার্থকেই তিনি আমৃত্যু রক্ষা করেছেন। চট্টগ্রাম বন্দর বাঁচানো, কর্ণফুলী বাঁচানো সহ বিদেশি অপশক্তির কালো থাবা থেকে প্রিয় নগরকে সুরক্ষায় আমৃত্যু সোচ্চার ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের বিজয় মেলার অর্থ সচিব বীর মুক্তিযোদ্ধা পান্টু লাল সাহা ও সাবেক ছাত্র নেতা এম আর আজিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন প্রফেসর হেলাল উদ্দিন নিজামী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।

আজ সকাল ১০টায় এম.এ. আজিজ স্টেডিয়াম মোড়স্থ বিজয় শিখার পাদদেশ থেকে বিজয় র‌্যালি আরম্ভ হবে। র‌্যালিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি. ও মহাসচিব মোহাম্মদ ইউনুছ। বিকাল ৩টায় বিজয় মঞ্চে স্মৃতিচারণের পর সঙ্গীত পরিবেশন করবেন খ্যাতিমান সঙ্গীত শিল্পী ফকির সাহাব উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা প্রশাসককে এসএ গ্রুপের খাবার পানি হস্তান্তর
পরবর্তী নিবন্ধমহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি