নগরীর হালিশহর থানাধীন এল-ব্লকের ২নং রোডের ৩নং লেইনের ২১ নং বাড়ী নিবাসী অবসরপ্রাপ্ত কাস্টম সুপারিনটেন্ডেন্ট বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মদ (৭৫) গতকাল রোববার ভোর সাড়ে ৪টায় নগরীর পাহাড়তলীস্থ একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদে আছর হালিশহর এল-ব্লক জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এঙিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাছুমা জান্নাতের নেতৃতে হালিশহর থানা পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা মরহুম মহিউদ্দিন আহম্মদকে রাস্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।












