মহাসড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার, হাসপাতালে ব্যক্তির মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:১৬ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় মহাসড়কের পাশে অজ্ঞাত এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। গতকাল রোববার ভোরে চট্টগ্রামকক্সবাজার মহাসড়কে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বার আউলিয়া কলেজ গেট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর।

স্থানীয়রা জানান, ভোরে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শিমুল দত্ত জানান, সকাল ৬টার দিকে মাথা থেঁতলানো আর বাম হাত ভাঙা অবস্থায় রক্তাক্ত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। তবে হাসপাতালে আনার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহাবুব আলম জানান, আঘাত দেখে মনে হচ্ছে গাড়ির ধাক্কায় তিনি মাথা ও হাতে আঘাত পেয়েছেন। যার ফলে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধদেশে ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৮৪৫ রোগী ভর্তি, ৪ মৃত্যু
পরবর্তী নিবন্ধদেশে প্রতিদিন অন্তত ২০০ শিশু হৃদরোগ নিয়ে জন্মায়, বলছেন বিশেষজ্ঞরা