মহাসড়কে যানজট নিরসনের দাবি

সীতাকুণ্ডে মানববন্ধন

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২৯ জুন, ২০২২ at ১০:৫৪ পূর্বাহ্ণ

জনগণের ট্যাক্সের টাকায় মহাসড়ক নির্মাণ করা হয়। শিল্প প্রতিষ্ঠানের মালিক হয়ে মহাসড়কে যানজট সৃষ্টি করে লাখ লাখ মানুষের দুর্ভোগের সৃষ্টি করা কেউ মেনে নেবে না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ইসলামী বিশ্ববিদ্যালয় গেট সংলগ্ন মহাসড়কের পাশে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার সকালে সীতাকুণ্ডের কুমিরা, সোনাইছড়ি ও ভাটিয়ারি এলাকায় প্রতিনিয়ত যানজটে অতিষ্ঠ হয়ে ভুক্তভোগী নানা শ্রেণী-পেশার মানুষ এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, চট্টগ্রাম জেলা পরিষদ সাবেক সদস্য আ ম ম দিলসাদ, আওয়ামী লীগ নেতা খায়রুল আজম জসিম, এস এম ইউছুফ, মো. আলা উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ জিলানসহ এলাকার বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

কালকের (আজ) মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় যানজট নিরসনে কর্তৃপক্ষ যদি ভূমিকা না রাখে তাহলে কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া। মানববন্ধন শেষে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশ সুপার, সীতাকুণ্ড মডেল থানা এবং বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ বরাবরে যানজট নিরসনে ৬টি প্রস্তাবনা সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধগীতাঞ্জলি মাতৃ সম্মিলনীর সভা
পরবর্তী নিবন্ধশিক্ষক হত্যার প্রতিবাদে চবিতে মানববন্ধন