মহাসড়কে ছিটকে পড়ল শতাধিক গ্যাস সিলিন্ডার, পিষ্টে নিহত পথচারী

মীরসরাইয়ে পৃথক দুর্ঘটনায় সাংবাদিকসহ আহত ৪

মীরসরাই প্রতিনিধি | মঙ্গলবার , ২০ জানুয়ারি, ২০২৬ at ১০:৪০ পূর্বাহ্ণ

ঢাকাচট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। এসব ঘটনায় এক সাংবাদিকসহ গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। গতকাল সোমবার সকালে কয়েক ঘণ্টার ব্যবধানে এসব দুর্ঘটনা ঘটে।

সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার নিজামপুর কলেজ এলাকায়। এ সময় চট্টগ্রামমুখী লেনে একটি এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে উল্টে যায়। ট্রাকটি উল্টে যাওয়ার সময় পাশে থাকা আব্দুর রহমান (৪২) নামে এক পথচারী সড়ক বিভাজকের সঙ্গে সজোরে আছড়ে পড়েন। ঘটনাস্থলেই তিনি পিষ্ট হয়ে নিহত হন। আব্দুর রহমান উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার বাসিন্দা। তিনি আংশিক দৃষ্টিপ্রতিবন্ধী এবং পেশায় ভিক্ষুক ছিলেন।

দুর্ঘটনার পর মহাসড়কের ওপর দুমড়েমুচড়ে পড়ে থাকে গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকটি। ট্রাক থেকে ছিটকে পড়ে শতাধিক গ্যাস সিলিন্ডার চারদিকে গড়াগড়ি খেতে থাকে। সকাল সাড়ে আটটার দিকে বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে মহাসড়কে ছড়িয়েছিটিয়ে থাকা সিলিন্ডারগুলো দেখতে পান। গ্যাস সিলিন্ডার থেকে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন সিলিন্ডার পাহারা দেন এবং পুলিশে খবর দেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ভ্যানচালক মো. সালাউদ্দিন বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এরপর কাত হয়ে পড়ে গেলে ট্রাকে থাকা শত শত গ্যাস সিলিন্ডার মহাসড়কে ছড়িয়ে পড়ে। বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা থাকায় লোকজন দূরে সরে যায়।

এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হন বলে জানা গেলেও দুর্ঘটনার পর তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে একই দিন বেলা ১১টার দিকে মহাসড়কের মীরসরাই সদরের বনফুলের সামনে আরেকটি দুর্ঘটনায় গুরুতর আহত হন মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক জনতার প্রতিনিধি আব্দুল মান্নান রানা। তিনি মহাসড়কের ডিভাইডার টপকে পূর্ব পাশ দিয়ে পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে বিএসআরএমগামী একটি স্ক্রাপবাহী ট্রাক তাকে চাপা দেয়। প্রত্যক্ষদর্শী লাইনম্যান আকাশ জানান, ট্রাকটি প্রায় গায়ের ওপর উঠেই তাকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে প্রথমে সেবা আধুনিক হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তার দুই পা হাঁটুর নিচ থেকে সম্পূর্ণভাবে ভেঙে গেছে।

এছাড়া একই সময় মীরসরাই পৌরসদরের দক্ষিণ ইউটার্ন এলাকায় চট্টগ্রামমুখী একটি ট্রাক সামনের আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে চালক ও হেলপার গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তী সময়ে তাদের খোঁজ পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসীদের হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত
পরবর্তী নিবন্ধটেকনাফে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী শামশুল হক আটক