মহাসড়কে যানজটে আটকা গাড়িতেও হামলা

সীতাকুণ্ডে তিন বাড়িতে ডাকাতি

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:০০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে তিনটি বাড়িতে হানা দিয়েছে ডাকাত দল। এ সময় বাড়ির বাসিন্দাদের অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় তারা। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বড়দারোগার হাট এলাকার উত্তর ফেদাইনগর গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। সকালে খবর পেয়ে সীতাকুণ্ড থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় ইউপি সদস্য মোমিন জানান, রাত ৩টার দিকে ৭/৮ জনের সশস্ত্র ডাকাত দল সাংবাদিক হাসান ফেরদৌসের গ্রামের বাড়িতে প্রবেশ করে। সেখান তাদের বাড়ির কেয়ারটেকার মো. রফিক মিয়াকে মারধর করে, অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ঘরের দরজার তালা ভেঙে আলমিরা খুলে তাণ্ডব চালায়। অবশ্য ওই বাড়িতে কেউ থাকেন না।

তিনি আরও জানান, ডাকাত দলটি একই গ্রামের মো. নাদেরুজ্জামান ও আমানউল্লাহর বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে আলমিরা ভেঙে নগদ টাকাসহস্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

এর আগে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের বারৈয়াঢালা এলাকায় যানজটে আটকে পড়া গাড়িতেও হামলা চালায় এই ডাকাত দল। রাত ২টার দিকে চট্টগ্রাম শহর থেকে মীরসরাইয়ে যাওয়ার পথে যানজটে আটকে ডাকাতের কবলে পড়েন মীরসরাই সেবা আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহমান ঈশান। মহাসড়কের টেরিয়াইল এলাকায় সশস্ত্র ডাকাতদল দেশি, বিদেশি অস্ত্র নিয়ে তার প্রাইভেটকারে আক্রমণ করে। এ সময় তার গাড়ি ব্যাপক ভাংচুর করে।

সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলে ডাকাতির বিষয়টি তদন্ত করে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা করবেন।

পূর্ববর্তী নিবন্ধআজ পবিত্র মেরাজুন্নবী (দ.) মাহফিল ও গাউছুল আজম (রা.) এর ঈছালে ছাওয়াব
পরবর্তী নিবন্ধরেলস্টেশনে ১০ টিকিটসহ কালোবাজারি আটক