শুভ মহালয়ার মধ্যদিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার ক্ষণ গণনা গতকাল থেকে শুরু হয়েছে। ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে পিতৃপক্ষের সমাপ্তি ঘটিয়ে সূচনা হয় দেবীপক্ষের। চন্ডীপাঠের মধ্য দিয়ে মর্ত্যে দেবী দুর্গাকে আহ্বান জানানো হয়। চলে দেবীর চক্ষু দানের প্রস্তুতি।
মহালয়া উপলক্ষে চন্ডীপাঠ ছাড়াও বিভিন্ন মন্দির ও মন্ডপে ঘট স্থাপন, পূজা ও বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের মূল পর্ব শুরু হবে। আর ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এই উৎসব সমাপ্ত হবে। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস, শুভ মহালয়ার দিনে কৈলাশ থেকে মা দুর্গা পিতৃগৃহে আগমন করেন এবং দেবীপক্ষের সূচনা হয়। তাই মহালয়া থেকে দুর্গা উৎসবের আমেজ শুরু হয়। দুর্গাপূজার সূচনার এই দিনটি চট্টগ্রামসহ সারা দেশে বেশ আড়ম্বরের সঙ্গে উদযাপিত হয়েছে।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে জেএমসেন হল প্রাঙ্গণে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গতকাল মহালয়া উদযাপন করা হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল–মহালয়া পূজা, প্রসাদ বিতরণ, চন্ডীপাঠ। বিকালে মহানগরের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ জাতীয় পতাকা ও ১৬ থানার সভাপতি সম্পাদক দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত। মহানগরের পক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জি। সন্ধ্যায় সেতু বিশ্বাসের পরিচালনায় উপস্থাপিত হয় নৃত্যনাট্য ‘দশরুপা দশ মহাবিদ্যা’। রাত ৮টায় ডমরু ব্যন্ডের পরিচালনায় পরিবেশিত মহামায়ার আগমনী গান।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ–চট্টগ্রাম জেলার উদ্যোগে দেবী পক্ষের শুভ সূচনা মহালয়া উদযাপন করা হয়। সকাল ৮ টায় নগরীর আন্দরকিল্লা চত্বর হতে পুণ্যার্থীদের সাথে নিয়ে বোয়ালখালী মেধস আশ্রমে উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৯টায় চণ্ডীযজ্ঞ ও মাতৃপূজার মধ্য দিয়ে করলডেঙ্গা মেধস আশ্রমের মহালয়ার শুভ সূচনা হয়। মহালয়ার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী রামানন্দ পুরী মহারাজ, স্থানীয় ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান মন্নান, মেধস আশ্রম কমিটির উপদেষ্টা বিশ্বজিৎ দত্ত বাবু, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, সহ–সভাপতি বিপুল কান্তি দত্ত, সুনীল চন্দ্র ঘোষ, নিবাস দাশ সাগর, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, জেলা পূজা পরিষদের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ পালিত, অনুপ রক্ষিত, কল্লোল সেন, মেধস আশ্রম মহালয়া উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, জীবন মিত্র রাজ, জেলার সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, হরিপদ চৌধুরী বাবুল, বিশুরাম বসু, অপু কুমার বৈদ্য, বাবলী ঘোষ, প্রমুখ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দেবী পক্ষের শুভ মহালয়া অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে আজ রবিবার (২১ সেপ্টেম্বর) বোয়ালখালীর চন্ডীতীর্থ মেধস আশ্রমে উদযাপিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ, থানা অফিসার্স ইনচার্জ মো. লুৎফুর রহমান, দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি বাবুল ঘোষ বাবুন, জিতেন কান্তি গুহ, প্রাক্তন সাধারণ সম্পাদক প্রনব দাশগুপ্ত, তাপস কুমার দে, সভাপতি ঝুন্টু চৌধরী, সহ–সভাপতি শ্যামল বিশ্বাস, সাধারণ সম্পাদক রুবেল দেব, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ভব শংকর ধর, আশীষ মিত্র, সংগঠনিক সম্পাদক হারাধন দাশ প্রমুখ।
নগরীর ও.আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে দেবীপক্ষের শুভ মহালয়া দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিচালনা পরিষদের সভাপতি দোদুল কুমার দত্তের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বিশ্বনাথ দাশ বিশুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত। চণ্ডী পরিক্রমা পরিচালনায় ছিলেন অধ্যাপক জয় প্রকাশ দে।