মহালছড়িতে ডোবায় ডুবে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ১১ জুলাই, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়িতে ডোবার পানিতে ডুবে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরের মাইসছড়ির জামতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, ওই গ্রামের সুপায়ন চাকমার মেয়ে পরাণ গুলো চাকমা ও ছেলে চম্পক চাকমা। স্বজনদের সূত্রে জানা যায়, দুই ভাই বোন দুপুরে দাদার বাড়ি থেকে ফেরার পথে ডোবার পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজি করে ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মহালছড়ি থানার ওসি হারুন অর রশীদ পানিতে ডুবে ভাই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধসরাইপাড়ায় সিএনজি চালকদের অর্থ সহায়তা
পরবর্তী নিবন্ধরাউজানে স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু