মহালছড়িতে জেলের জালে ১২ কেজি ওজনের চিতল

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ২৬ অক্টোবর, ২০২৪ at ৫:২৭ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়িতে ধরা পড়ল ১২ কেজি ওজনের চিতল মাছ। গতকাল শুক্রবার সকালে কাপ্তাই লেকের মহালছড়ি অংশে জেলেদের জালে মাছটি ধরা পড়ে। মহালছড়ির কাপ্তাই হৃদ মৎস উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসরুল্লাহ বলেন, চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় কাপ্তাই লেকে পানির পরিমাণ বেশি। পানির স্তর স্বাভাবিক থাকায় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়েছে। এখানে প্রায় ৭৫ প্রজাতির মাছ পাওয়া গেলেও চাপিলা, কাচকিসহ ছোট মাছের আধিক্য বেশি। বড় সাইজের মাছ কম ধরা পড়ে। আজকে ১২ কেজি চিতল ধরা পড়ল। সকালে অবতরণের কেন্দ্রে মাছটি আসার পর মৎস্য ব্যবসায়ী মাছটি কিনে নেয়। প্রতি কেজি ৮শ টাকা দরে ৯ হাজার ৬ শ টাকায় বিক্রি হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসীর বিরুদ্ধে ‘গায়েবি’ অভিযোগ করল কারা?
পরবর্তী নিবন্ধচবিতে শিক্ষার্থীদের পরিচালনায় হলের ডাইনিং কার্যক্রম শুরু