ভারী বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গত শনিবার রাতে খাগড়াছড়ির মহালছড়ি–সিন্দুকছড়ি সড়কে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে গেছে। গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের পুরাতন সেনা ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে। গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পরেছে এইচএসসি পরীক্ষার্থী ও স্থানীয়রা। বিকল্প সড়ক না থাকায় যাতায়াত বন্ধ হয়ে যায়।
সিন্দুকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রেদাক মারমা বলেন, রাতের কোনো এক সময় পাহাড় ধসে সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনার পর আমি সেখানে যাইনি। এখন বোধহয় সড়কে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
সকাল ৯টার পরে মাটি সরিয়ে রাস্তায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী।
গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী জানান, গতরাতেই পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আমি সকাল ৯টায় ঘটনাস্থলে হাজির হই। সড়কটি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর ২০ ইসিবি আওতাভুক্ত। ঘটনার পর থেকে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সড়কটিতে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুর করে। বিকেল থেকে মোটরসাইকেল ও টেক্সি চলাচল শুরু করে। তবে সড়কের মাটি পরিপূর্ণভাবে সরাতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে।
এদিকে অতি বৃষ্টিতে খাগড়াছড়ি পৌর শহরের শালবন, কলাবাগান, সবুজবাগ এলাকায় পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। পৌরসভার ৬ নং ওর্য়াড কাউন্সিলর রেজাউল করিম জানান, আমার শালবন এলাকায় ১০০ পরিবার ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছ। এর মধ্যে ৩০ পরিবার অতি ঝুঁকিতে রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে আবারও ধসের শঙ্কা রয়েছে।