ভারতের মহারাষ্ট্রে ১০ নারীসহ ১৮ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। থানে জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা অবৈধভাবে সেখানে বসবাস করছিল। গতকাল স্থানীয় প্রশাসন সূত্রে এ খবর জানা গেছে। খবর বাংলানিউজের।
পুলিশ জানায়, পহেলা মার্চ অভিযান চালিয়ে তাদের ধরা হয়। নাভি মুম্বাইয়ের ঘনসলি এলাকায় বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে কয়েকজন বাংলাদেশি জড়ো হয়েছে– এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, আটকদের মধ্যে ১০ জন নারী ও আটজন পুরুষ রয়েছে। অনুমোদিত ভিসা ও পাসপোর্ট ছাড়া তারা ওই এলাকায় প্রায় বছরখানেক ধরে বাস করছে। এরই মধ্যে গ্রেপ্তারদের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে বলেও জানা গেছে।