মহামুনি তরুণ সংঘের নববর্ষ উদযাপন

| শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১২:০৯ অপরাহ্ণ

রাউজান থানাধীন মহামুনি পাহাড়তলী গ্রামের মহামুনি তরুণ সংঘের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠান পহেলা বৈশাখ আনন্দ শোভাযাত্রার মাধ্যমে র‌্যালি সহকারে মহমুনি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে মহামুনি তরুণ সংঘের সদস্যসদস্যাদের অংশগ্রহণের মাধ্যমে ফনীতটি মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানমালায় ২য় দিনে ছিল বর্ষবরণ ও ড. বেণী স্মৃতি তর্পণের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন জেলা গভর্নর ও কনফিডেন্স সিমেন্ট লিঃ এর ভাইস চেয়ারম্যান লায়ন রুপম কিশোর বড়ুয়া। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। মুখ্য আলোচক ছিলেন আইইবি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান প্রকৌশলী সৌমিত্র কুমার মুৎসুদ্দী। সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক সুব্রত বিকাশ বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন, মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া, মহামুনি সংস্কৃতি সংঘের সভাপতি বুধিমিত্র বড়ুয়া। এতে সভাপতিত্ব করেন মহামুনি তরুণ সংঘের সভাপতি সেগুন প্রসাদ বড়ুয়া। আলোচনা সভা শেষে মহামুনি তরুণ সংঘের সদস্যসদস্যদের অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রসুন তালুকদার পাপনের রচিত রম্য নাটক ‘পেট ফুরের দে তুয়ার লাই’ এবং ম্যাগাজিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগরের ঈদ উপহার বিতরণ
পরবর্তী নিবন্ধনগর ছাত্রলীগের সাবেক সভাপতি জাফর আহমেদের ইন্তেকাল