মহামারীতে আটকে পড়া নাগরিকদের ফেরত পাঠানোর উদ্যোগের প্রশংসা

দ. আফ্রিকার হাইকমিশনারের সম্মানে সোলায়মান শেঠের নৈশভোজ

| রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৯:১৯ পূর্বাহ্ণ

করোনা মহামারীতে বাংলাদেশে আটকে পড়া দক্ষিণ আফ্রিকার নাগরিকদের ফেরত পাঠানোর উদ্যোগের জন্য প্রশংসা পেলেন অনারারি কনস্যুল সোলায়মান আলম শেঠ।
গতকাল শনিবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার জোয়েল সিবুসিসো দেবেলে ও পলিটিক্যাল কাউন্সিলর ম্যান্ডল রামেতসির সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। সাউথ আফ্রিকার অনারারি কনস্যুল সোলায়মান আলম শেঠের সৌজন্যে আয়োজিত নৈশভোজে দ. আফ্রিকার হাইকমিশনার করোনা মহামারীতে বাংলাদেশে আটকে পড়া দক্ষিণ আফ্রিকার নাগরিকদের বিগত জুন মাসে ফেরত পাঠাতে নিরলস কাজ করার জন্য অনারারি কনস্যুল সোলায়মান শেঠকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এখনও বাংলাদেশে আটকে থাকা আফ্রিকান নাগরিকদের ফেরত পাঠাতে কাজ করার দিক নির্দেশনা দেন।
এতে সম্মানিত অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, ব্যারিস্ট্রার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, সিনিয়র কো-চেয়ারম্যান জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মহাসচিব এম আমানুল হক, শারমিনা নাসরিন, কে এম মজিবুল হক, আবুল হোসেন, মাসরুর মওলা, এবিএম রুহুল আমিন হাওলাদার, ব্যারিস্ট্রার ওলোরা আফ্রিন, হামিম সালেহ, সাবরিনা আখনদ, মেজর (অব.) সাইদুজ্জামান ভুঁইয়া, সাংবাদিক আলমগীর স্বপন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধমিশুকের মিলাদ মাহফিল