মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

| শুক্রবার , ১৫ নভেম্বর, ২০২৪ at ৭:৫৯ অপরাহ্ণ

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক্স পোস্টে এ তথ্য জানায়।

এতে বলা হয়, এখন থেকে অনুমতি ছাড়া রওজা শরিফে প্রবেশ করা যাবে না। অতিরিক্ত ভিড় কমাতে এবং অনিয়ম বন্ধ করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ছাড়া বছরে একবারের বেশি রওজা শরিফ পরিদর্শন করা যাবে না। পাশাপাশি পরিদর্শনের জন্য অপেক্ষার সময় কমিয়ে এক ঘণ্টা করা হয়েছে।

প্রসঙ্গত, ওমরাহ শেষে অনেকে মদিনায় গিয়ে নবী (সা.)-এর রওজা জিয়ারত করেন। সৌদি সরকারের হিসাব অনুযায়ী, এ বছর এক কোটির বেশি মুসলিম রওজা জিয়ারত করেছেন, যা গত বছরের চেয়ে ২৬ শতাংশ বেশি। রওজা জিয়ারতকারীদের মধ্যে ৫৮ লাখ পুরুষ এবং ৪৭ লাখ নারী।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে অগ্নিকাণ্ডে ৪ বসতবাড়ি পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধমায়ের কিডনি দিয়েও বাঁচানো গেল না ছেলেকে