মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার কটূক্তির প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জায়গায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক সংগঠন ও মুসল্লিরা এ কর্মসূচি পালন করেন।
আমাদের চবি প্রতিনিধি জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.)’কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বিভিন্ন বিভাগের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ (সা.)। সারা বিশ্বের প্রায় দুইশ কোটি মুসলমানের হৃদয়ের মধ্যমণি নবী হযরত মুহাম্মদ (সা.)। মহানবীকে নিয়ে ওই দুই বিজেপি নেতা বিতর্কিত মন্তব্য করে সারা বিশ্বের সকল মুসলমানের হৃদয়ে আঘাত দিয়েছে। মহানবীকে নিয়ে কটূক্তিকারী ভারতের বিজিপি নেতাদের সর্বোচ্চ শাস্তির দাবি এবং রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
আমাদের রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনার যৌথ উদ্যোগে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া মডেল থানার সামনে এই কর্মসূচি পালন করা হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা আলী শাহ নেছারী। ছাত্রসেনা রাঙ্গুনিয়ার মধ্যম-দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক রবিউল মোস্তফা রাফির সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা করিম উদ্দীন নূরী, মুহাম্মদ করিম উদ্দীন হাসান, মুুহাম্মদ আকতার হোসেন, মাওলানা মুহাম্মদ জাহেদুল হক, মুহাম্মদ ইশতিয়াক রেজা, মুহাম্মদ আবদুল খালেক, মুহাম্মদ মোজাহেদুল ইসলাম, মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম, মাওলানা নাছির উদ্দীন নাহিদ, মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ জমির উদ্দীন প্রমুখ।
আমাদের বান্দরবান প্রতিনিধি জানান, মহানবী হযরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুসল্লিরা। গতকাল বৃহস্পতিবার বাদ আসর বান্দরবানে কেন্দ্রীয় জামে মসজিদ, বাজার মসজিদ, জজকোর্ট মসজিদ, মেম্বারপাড়া মসজিদসহ জেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। খন্ড খন্ড মিছিল নিয়ে মুসল্লিরা জড়ো হয় বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে আয়োজিত সমাবেশে। সেখানে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী, বাজারজামে মসজিদের খতিব এহসানুল হক আল মঈন, জজকোর্ট মসজিদের খতিব মাওলানা মুজিবুল হক, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা জালাল প্রমুখ।
মহানগর গাউসিয়া কমিটি: এদিকে গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর উদ্যোগে গতকাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪ টায় চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ সভাপতিত্ব করেন কমিটির সভাপতি তছকির আহমদ।
সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নগর কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুনির উদ্দিন সোহেল। বক্তব্য রাখেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুহাদ্দিস আল্লামা হাফেজ আশরাফুজ্জামান আল কাদেরী, মাদরাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়ার অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভী, মুফতি গোলাম কিবরিয়া, মাওলানা গোলাম রব্বানী কাশেমী, মাওলানা ইমরান হাসান কাদেরী, খাইর মোহাম্মদ, মুহাম্মদ হাসান, মুহাম্মদ আবুল বশর, মুহাম্মদ সেকান্দর মিয়া, আর ইউ চৌধুরী শাহিন, ছাবের আহমদ, মাওলানা মুহাম্মদ ইলিয়াস আলকাদেরী, মোহাম্মদ হাশেম, মকবুল আহমেদ খান প্রমুখ।
ইসলামী ফ্রন্ট দক্ষিণ জেলা : ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে গত বুধবার পটিয়া সিও অফিস চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যাপক আবুল মুনসর দৌলতীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাযী হাফেজ আহমদ আলকাদেরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী। বক্তব্য রাখেন মাওলানা এম এ মাবুদ, আলী হোসাইন, কাজী শাকের আহমেদ চৌধুরী, ডি এম জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন তৈয়বী, নুরুল ইসলাম জিহাদী, মাস্টার ইয়াকুব আলী, চন্দনাইশ উপজেলার ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, এনাম রেজা।