মহানবী (দ.)’র আদর্শ অনুসরণেই নিহিত বিশ্ব মানবতার মুক্তি ও কল্যাণ

রাউজান বায়তুশ শরফ জব্বারিয়া মাদ্রাসার মাহফিলে আবদুল হাই নদভী

| রবিবার , ২১ ডিসেম্বর, ২০২৫ at ১১:১৩ পূর্বাহ্ণ

রাহবারে বায়তুশ শরফ আল্লামা আবদুল হাই নদভী বলেছেন, মহানবী (.) বিশেষ কোনো জাতি বা গোষ্ঠীর জন্য প্রেরিত হননি; তিনি প্রেরিত হয়েছেন সমগ্র বিশ্বজগতের জন্য। তাই কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে তারা মহানবীর (.)উম্মতের মধ্যেই গণ্য হবেন। তাঁর আদর্শ অনুসরণের মধ্যেই নিহিত আছে সকল মানুষের মুক্তি ও কল্যাণ। তাঁর আদর্শ অনুসরণ করলে সকল ধর্মের মানুষই সুখেশান্তিতে বসবাস করতে পারবে। তিনি গত ১৯ ডিসেম্বর রাউজান শরীফ পাড়া বায়তুশ শরফ কমপ্লেঙ জব্বারিয়া আদর্শ মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মাদ্রাসার বার্ষিক মাহফিলে উপরোক্ত একথা বলেন। বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ রাউজান উপজেলা শাখার সভাপতি মাস্টার শাহ্‌ আলমের সভাপতিত্বে ও কমপ্লেঙের সভাপতি আব্দুস শুক্কুরের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন রাউজান সংসদীয় আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও জামায়াতে ইসলামী থেকে মনোনীত প্রার্থী আলহাজ শাহজাহান মঞ্জু। বক্তব্য রাখেন,্ব মোহাম্মদ হারুন শেঠ, হারুন অর রশীদ, অ্যাডভোকেট মিয়া আব্দুর রহিম, কাজী শিহাবুদ্দিন, আবুল কালাম আজাদ, হাফেজ মুহিব্বুর রহমান, আবু সালেহ, মো. নাসির উদ্দিন, শফিকুল ইসলাম, শওকত আকবর চৌধুরী, মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ ইকবাল, নাসিম উদ্দিন, কামাল উদ্দিন, তৌহিদুল আনোয়ার চৌধুরী, মাস্টার রাশেদ, ইকবাল, মাস্টার মিজানুর রহমান, শাহাবুদ্দিন, হাফেজ মোহাম্মদ জাহেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবৈধভাবে বালু উত্তোলন ফটিকছড়িতে ড্রেজার ও ৫০০ ঘনফুট বালু জব্দ
পরবর্তী নিবন্ধগণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে