মহানগরীর বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার বিতরণ

| মঙ্গলবার , ১১ মে, ২০২১ at ৫:০২ পূর্বাহ্ণ

করোনা পরিস্থিতিতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হকের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডের অধীন বিভিন্ন থানা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র (শাড়ি ও লুঙ্গি) বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার নগরীর দারুল ফজল মার্কেটস্থ মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয়ে এসপির পক্ষে প্রধান অতিথি হিসেবে এসব উপহার সামগ্রী বিতরণ করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মহিউদ্দিন মাহমুদ সোহেল।
মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদের সভাপতিত্বে ও সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, শহীদুল হক চৌধুরী সৈয়দ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌরিন্দ্র নাথ সেন, কামরুল আলম জতু, খোরশেদ আলম, জাগির হোসেন, মো. ইউসুফ, মো. সলিম উল্ল্যাহ, মো. আহমদ মিয়া, কুতুব উদ্দিন, মো. জাহাঙ্গীর, মো. আলী হোসেন, হাজী জাফর, আবদুল লতিফ, মো. শামসুল আলম, আবুল কাশেম, সরওয়ার আলম চৌধুরী মনি, মো. আবু হান্নান, সৈকত চক্রবর্তী, আবদুল্লাহ আল-মামুন, জামাল উদ্দিন, মনির আহমেদ বিজয় প্রমূখ। শুরুতে করোনা মহামারী থেকে দেশবাসীকে রক্ষায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে মুনাজাত পরিচালনা করেন দারুল ফজল মার্কেট মসজিদের পেশ ঈমাম মাওলানা ফজল আহমদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজিইসি মোড়ে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ
পরবর্তী নিবন্ধ৩০৪ বীর মুক্তিযোদ্ধা পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার