মহানগরী পাইওনিয়র ফুটবল লিগ আজ শুরু

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১১:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা আয়োজিত এবং ইস্পাহানী গ্রুপ অব কোম্পানিজের পৃষ্ঠপোষকতায় ইস্পাহানি মহানগরী পাইওনিয়র ফুটবল লিগ আজ ২৮ জানুয়ারি বুধবার থেকে শুরু হচ্ছে। বিকাল ৩টায় দামপাড়া পুলিশ লাইনস মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সভাপতি চ...স হাসিব আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। উদ্বোধনী দিনে বেলা ৩টায় মাদারবাড়ী শোভনীয়া ক্লাব ও একরাম ফুটবল ট্রেনিং একাডেমি পরস্পরের মোকাবেলা করবে। দামপাড়া পুলিশ লাইন মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধহালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া
পরবর্তী নিবন্ধসিএমপি স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা