মহানগরী পর্যায়ে বালকদের ফাইনালে কোতোয়ালী

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২২ জুন, ২০২১ at ১০:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) বালক ফুটবল টুর্নামেন্টে গতকাল সোমবার দুটি খেলা এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) বালিকা ফুটবল টুর্নামেন্টে ২টি খেলা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মহানগরীর সদর থানা কোতোয়ালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় শক্তিশালী কোতোয়ালী থানা ২-১ গোলের ব্যবধানে পাঁচলাইশ থানাকে পরাজিত করে। দুই দলের প্রতিদ্বন্দ্বিতাময় খেলায় অহিদুলের গোলে পাঁচলাইশ থানা বিরতি পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল। বিরতির পর কোতোয়ালী থানা গোল পরিশোধের জন্য মরিয়া হয়ে উঠে। শেষ পর্যন্ত তারা সফলও হয়। এক পর্যায়ে তারা পেনাল্টি লাভ করে। তা থেকে সাকিবুল ইসলাম গোল দিলে খেলায় সমতা ফিরে আসে। পরে পাঁচলাইশের খেলোয়াড়দের মধ্যে ক্লান্তিভাব দেখা দেয়। এ সুযোগে কোতোয়ালী থানার খেলোয়াড়রা আক্রমন করে খেলতে থাকে। শেষপর্যায়ে তাদের মাহিম আহমদ দলের হয়ে দ্বিতীয় গোল করলে জয় নিশ্চিত হয় কোতোয়ালী থানার। একই মাঠে বিকেলে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ফুটবলের জেলা পর্যায়ের খেলায় পটিয়া উপজেলা ২-০ গোলে হারায় লোহাগাড়া উপজেলাকে। তুলনামূলক ভালো খেলে জয় তুলে নেয় পটিয়া উপজেলা। দলের হয়ে আশরাফুল হান্নান এবং মো. আশিক ১টি করে গোল করেন।
বালকদের ইভেন্টে প্রতিদিনই বেশি বয়সীদের খেলার অভিযোগ পাওয়া যায়। প্রতিটি দলেই বেশি বয়সী কয়েকজন খেলোয়াড়কে খেলানোর অভিযোগ করে থাকে প্রতিপক্ষ দলগুলো। কর্তৃপক্ষ জন্ম নিবন্ধন দেখে বয়স নির্ধারন করতে গিয়ে বেকায়দায় পড়ে। সঠিক তথ্য গড়মিল করার সুযোগ থাকায় অপেক্ষাকৃত বেশি বয়সীরা মাঠে নেমে যায় খেলতে। বয়স যাচাই-বাছাইকারীদের মধ্যে অভিজ্ঞতার অভাবের কারনেই এমনটি হচ্ছে বলে সচেতন মহল মনে করেন।
এম এ আজিজ স্টেডিয়ামে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলে দিনের প্রথম খেলায় সকালে পটিয়া উপজেলা সহজ জয় পায়। তারা ৬-০ গোলের বড় ব্যবধানে লোহাগাড়া উপজেলার বিরুদ্ধে জয়ী হয়। একতরফা খেলায় বিজয়ী দলের অন্তু দে ৩টি গোল দিয়ে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন। এছাড়া রেশমী, তানজু ও ইয়াসমিন ১টি করে গোল করেন। বিকেলে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় মহানগরীর চান্দগাঁও থানা ১-০ গোলে হারায় বন্দর থানাকে। খেলার শেষ বাঁশি বাজার কয়েক মিনিট পূর্বে রুজিনা আক্তার দলের হয়ে একমাত্র গোলটি করেন। ছেলেদের বয়স নিয়ে অভিযোগ থাকলেও মেয়েদের বেলায় এমন অভিযোগ নেই। তবে মেয়েদের অপ্রস্থতি খুব চোখে পড়ে। চান্দগাঁও-বন্দর থানার অনেক কমবয়সী মেয়েরা গতকাল খেলছে। তাদের কর্মকর্তারা এসব মেয়েদের খুব একটা শিখিয়ে পড়িয়ে মাঠে নামিয়েছেন বলে মনে হয়নি। অংশগ্রহন করতে হবে তাই কোন মতে একটি দল বানিয়ে মাঠে নামিয়ে দিয়ে দায় সেরেছেন তারা। এসব মেয়েদের ফুটবলের প্রাথমিক শিক্ষার প্রয়োজন রয়েছে।
আজ মঙ্গলবার চারটি খেলা অনুষ্ঠিত হবে। বালিকা ইভেন্ট প্রথম খেলা বোয়ালখালী বনাম পটিয়া সকাল ৯.৩০টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় খেলা রাউজান বনাম মিরসরাই সকাল ১০.৩০ টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় খেলায় বিকাল ৩টায় অংশ নেবে আনোয়ারা উপজেলা এবং চন্দনাইশ উপজেলা। চতুর্থ খেলায় সন্দ্বীপ উপজেলা এবং রাঙ্গুনিয়া উপজেলা বিকাল ৪.৩০ টায় মুখোমুখি হবে। সব খেলা এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ আজকের খেলা
পরবর্তী নিবন্ধইতালির কাছে হেরেও শেষ ষোলোয় ওয়েলস অপেক্ষায় সুইজারল্যান্ড