চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার ফুটবল কমিটির এক সভা গত ২৩ নভেম্বর সংস্থার কার্যালয়ে নবাগত ফুটবল কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রয়াত সাবেক সাধারণ–সম্পাদক প্রফেসর শায়েস্তা খানের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং বিভিন্ন দিক উপস্থাপন করেন সংস্থার সাধারণ–সম্পাদক শাহাব উদ্দিন আহামদ চৌধুরী। সংস্থার ভাইস–চেয়ারম্যান ইবাদুল হক লুলু সভা সঞ্চালনায় ফুটবল কমিটির পরিচিতি পর্ব পরিচালনা করেন সম্পাদক মাহ্বুব উল আলম মুকুল। এতে বক্তব্য রাখেন চ.ম.ক.স যুগ্ম–সম্পাদক তৈয়বুর রহমান, ফরিদ আহেমদ ও ফুটবল কমিটির সহ–সভাপতি আবু নাছের মো. ওয়াহিদ দুলাল।
এই সময় উপস্থিত ছিলেন নিয়াজ মোহাম্মদ খান,সহকারী পুলিশ কমিশনার (ফোর্স)সিএমপি, তাসবির হাকিম, কায়সার মির্জা, সেকান্দর কবির, নওশাদ আলম চৌধুরী, ডা. ইসতিয়াক আজিজ খান, মোহাম্মদ নাছির মিয়া, রাকিব মাহমুদ, এম এ মুছা বাবলু, মোহাম্মদ মারুফ,মো. শাহজাহান, আব্দুল গফুর পন্টি, এস.এম আইয়ুব আলী, মো. জহির উদ্দিন, মোহাম্মদ নাছির, মোহাম্মদ মুছা, মো. হায়দার কবির প্রিন্স, মারুফ সিকদার, মোহাম্মদ আবদুর রহিম, মাহবুব আলম রাজিব, মহসিন সাজু, মো. গালিব, একরাম আফসার, নুরুল আমিন, আলী আকবর, আবদুল মান্নান, এস এম নাছির, মো. ইফাজ খান, মো. সুমন মিয়া, মো. জুবায়ের উদ্দিন, মোহাম্মদ মোফাজ্জল হোসেন (মাহফুজ), আশরাফ হোসেন মুকতার, সাইদুল ইসলাম বিপলু। সভায় বিভিন্ন উপ–কমিটি গঠন ও বাজেট অনুমোদন করা হয় এবং ইস্পাহানী মহানগরী পাইনিয়র ফুটবল লিগ শুরুর সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয় ১ জানুয়ারি’২০২৬।












