মহানগরী কিশোর ফুটবল লিগে গতকাল মঙ্গলবার দুটি খেলা অনুষ্ঠিত হয়। দামপাড়া পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত হয়।
দিনের প্রথম খেলায় কাজল ফুটবল একাডেমি টাইব্রেকারে ৪-২ গোলে কালারপোল ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমিকে পরাজিত করে।
দিনের দ্বিতীয় খেলায় মাদারবাড়ী শোভনীয়া ফুটবল একাডেমি ১-০ গোলে রামপুর একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একমাত্র গোলটি করেন নাজুমল।