মহানগর যুবলীগ নেতা দেবাশীষ পাল গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৬ ডিসেম্বর, ২০২৪ at ৫:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর যুবলীগের সহসভাপতি দেবাশীষ পাল দেবুকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের বন্দর থানার মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিন বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। দেবাশীষ পাল দেবু নগরের বন্দর এলাকার বাসিন্দা হরেন্দ্র বিজয় পালের ছেলে। জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন দেবু। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ জানান, নগরের বন্দর থানার মাইলের মাথা এলাকা থেকে দেবাশীষ পাল দেবুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. সুলতান আহসান আজাদীকে বলেন, ছাত্রজনতার গণঅভ্যুত্থানে সরকারের পতন হলে গত ৭ আগস্ট বন্দর থানার মধ্যম হালিশহর পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় করা মামলায় দেবাশীষ পালকে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধকম্বল-কমফোর্টার কিনতে মার্কেটে ভিড়
পরবর্তী নিবন্ধছয় ব্যাংকের এলসিতে শতভাগ মার্জিনের বাধ্যবাধকতা উঠল