মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় গতকাল সোমবার মহানগর বিএনপির উদ্যোগে কদম মোবারক জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। শেষে সাবেক যুবদলের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম চৌধুরীর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেন,নাজিমুর রহমান একজন বর্ষীয়ান রাজনৈতিক নেতা। তাঁর নেতৃত্ব ও দিকনির্দেশনায় চট্টগ্রামের রাজনীতিতে নতুন গতি এসেছে।
মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন। এতে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. শামসুল আলম,মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দীন, সাফিকুর রহমান স্বপন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দীন মুবিন, মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।