মহানগর বঙ্গবন্ধু লীগ আহ্বায়ক কমিটির মতবিনিময়

| বৃহস্পতিবার , ১৭ জুন, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী বঙ্গবন্ধু লীগের নবগঠিত আহ্বায়ক কমিটির মতবিনিময় ও আলোচনা সভা গত শনিবার আগ্রাবাদস্থ একটি হোটেলে অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ নেতা মোসলেম মিয়ায় সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির আহবায়ক এডভোকেট বিজয় কৃষ্ণ দাস। প্রধান বক্তা ছিলেন কমিটির সদস্য সচিব, চট্টগ্রাম বন্দরের স্টাফ ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল আলম উজ্জল। আরো বক্তব্য রাখেন কমিটির যুগ্ম আহবায়ক রেজাউল করিম ভুট্রো, এস এম মহিউদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহিলা নেত্রী কহিনুর খানম, মোহাম্মদ শাহানুর, মো. বেলাল, মিজানুর রহমান মিন্টু, শহীদুল্লাহ শহীদ, নকীব রায়হান শুভ, ফেরদৌস আলম, আজগর আলী, মো. রাশেদ, মো. হাসান মিন্টু সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, উন্নয়নের ধারাকে বেগবান করতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর। এর আগে নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ চশমা হিলস্থ চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর মাজার জিয়ারত, দোয়া মাহফিল ও পুস্পস্তবক অর্পণ করেন। সেখান থেকে কমিটির সাংগঠনিক যাত্রা আরম্ভ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালীতে ২ রোহিঙ্গাসহ গ্রেপ্তার ৫
পরবর্তী নিবন্ধবাকলিয়ায় শ্রমিকদের মাঝে সচেতনতামূলক ক্যাম্প