বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার কার্যকরী কমিটির একসভা গত ২১ জুন সন্ধ্যা ৬টায় পরিষদ কার্যালয়ে পরিষদের সভাপতি এড. চন্দন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। যুগ্ম সম্পাদক মিথুন মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত।
আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল, লায়ন আশীষ ভট্টাচার্য্য, রানা বিশ্বাস, অধ্যাপক অর্পন কান্তি ব্যানার্জি, দিলীপ ঘোষ, সুমন দেবনাথ, বাবুল ঘোষ বাবুন, অরুপ রতন চক্রবর্তী, নটু কুমার ঘোষ, বিপ্লব কুমার চৌধুরী, পুলক খাস্তগীর, হিল্লোল সেন উজ্জ্বল, এড. নটু কুমার চৌধুরী, নিখিল ঘোষ, প্রদীপ শীল, সঞ্জয় ভৌমিক কংকন, নারায়ণ সিংহ, বিপু ঘোষ বিপু, এড. নিখিল কুমার নাথ, বিপ্লব সেন, প্রবীর বনিক, সজল দত্ত, দোলন দেব, সৌরেন দত্ত, এড. টিপু শীল জয়দেব, স্টালিন দে, অরুন রশ্মি দত্ত, সুকান্ত মহাজন টুটুল, স্বপন বৈষ্ণব, দীপংকর দেবনাথ, এড. রাজেশ বিশ্বাস, প্রিয়তোষ ঘোষ রতন, চন্দন কুমার পালিত, বিশ্বজিৎ রায়, এড. গৌতম সিংহ হাজারী, রাজীব চৌধুরী মিল্টন, নিউটন কান্তি দে, সুলাল কুমার সীল, অঞ্জন দত্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি