মহানগর পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট বালিকায় পাহাড়তলী ও বালকে বন্দর চ্যাম্পিয়ন

| মঙ্গলবার , ২৪ অক্টোবর, ২০২৩ at ৬:৫১ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (অনূর্ধ্ব১৭) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চট্টগ্রাম মহানগর পর্যায়ের খেলা শেষ হয়েছে। বঙ্গমাতায় চ্যাম্পিয়ন হয়েছে পাহাড়তলী বালিকা দল। গতকাল দিনের ১ম খেলায় চান্দগাঁও বালিকা দলকে ৩০ গোলে পরাজিত করে পাহাড়তলী চ্যাম্পিয়ন হয়। পাহাড়তলীর পক্ষে জান্নাতুল ফেরদৌস ২ গোল এবং ত্রিবেণী ভৌমিক ১ গোল করে। দিনের অপর খেলায় বন্দর বালক দল ডবলমুরিং বালক দলকে টাইব্রেকারে ৫৪ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ড্র থাকায় টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়। থানাভিত্তিক এই টুর্নামেন্ট থেকে খেলোয়াড় বাছাই করা হয়েছে এবং তারা পরবর্তীতে মহানগর দলের হয়ে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের টুর্নামেন্টে অংশ নিবে। বিজয়ীদের আগামী ১১ নভেম্বর জেলা পর্যায়ের ফাইনালে বিজয়ীদের সাথে পুরস্কার প্রদান করা হবে।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় বিভাগ ফুটবল লিগের দলবদল শুরু
পরবর্তী নিবন্ধবিশ্বকাপে যেকোনো দল যেকোনো দলকে হারাতে পারে