চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের সাথে গতকাল শুক্রবার মতবিনিময় করেছেন চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় আ.জ.ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রাম–৮ উপনির্বাচনে (বোয়ালখালী–চান্দগাঁও, বায়েজিদ, পাঁচলাইশ) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের নবনির্বাচিত সংসদ সদস্য নোমান আল মাহমুদের সংসদীয় এলাকায় চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের সাধারণ সম্পাদক রত্নাকর দাশ টুনুর নেতৃত্বে বিভিন্ন থানা শাখার কর্মকর্তারা সাংগঠনিক কর্মকাণ্ডে যে দক্ষতা দেখিয়েছেন তা প্রশংসার দাবিদার। এসময় আ.জ.ম নাছির উদ্দীন সাংগঠনিক কর্মকাণ্ডের জন্য সন্তোষ প্রকাশ করে মহানগর তাঁতী লীগ নেতৃবৃন্দকে একটি অভিনন্দন পত্র প্রদান করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর তাঁতী লীগের সভাপতি নুরুল আমিন মানিক, সাধারণ সম্পাদক রত্নাকর দাশ টুনু, সহ–সভাপতি শহীদ উদ্দিন, এসএম হাসানুল কবির টিটু, আতিকুর রহমান তুহিন, রূপক চৌধুরী, দিদারুল আলম, এসএম কামাল, হিল্লোল সেন উজ্জ্বল, হাসান রনি, মোহাম্মদ আল মামুন, কফিল উদ্দিন, মাঈনুদ্দিন সাগর, মো. নুরুন্নবী, ইব্রাহিম মিন্টু, তারিকুল হাসান আশিক, মো. জয়নাল আবেদীন, মো. কফিল উদ্দিন, মো. মনজুর আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।