মহানগর জাতীয় পার্টির প্রস্তুতি সভা

| সোমবার , ৯ অক্টোবর, ২০২৩ at ১০:২৬ পূর্বাহ্ণ

চকবাজারস্থ জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আসন্ন ১৪ অক্টোবর দ্বিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা গতকাল রোববার অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠের সভাপতিত্বে ও জাপার কেন্দ্রীয় নির্বাহী সদস্য এয়াকুব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আবু জাফর মাহমুদ কামাল, হাজী শওকত আকবর, মো. সালামত আলী, আবদুল্লাহ মিয়া, মোহাম্মদ আলী, ছগির আহমদ সোহেল, মো. ওসমান খান, মাহবুবুর রহমান পিন্টু, হাজী আবু তাহের, কে.এম. আবছার উদ্দিন রনি, শেখ আকতার, জহিরুল ইসলাম রেজা, এমদাদ হোসেন চৌধুরী, হাজী বাবুল আহমদ, হাফেজুর রহমান, এনামুল হক বেলাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপূজায় থাকবে সিএমপির ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা
পরবর্তী নিবন্ধভাষাসৈনিক বদিউল আলম চৌধুরীর মৃত্যুবার্ষিকী কাল