মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি বাচ্চুর ইন্তেকাল

প্রধানমন্ত্রীর শোক

| শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

ফিরিঙ্গী বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আশির দশকের মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল হোসেন বাচ্চু গতকাল শুক্রবার ভোর ৫ টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী, ২ পুত্রসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদ জুমা ফিরিঙ্গী বাজারস্থ ডা. জাকির হোসেন মেডিকেল কলেজ সম্মুখ চত্বরে মরহুমের নাজাজে জানাজা অনুষ্ঠিত হয়। খবর বাসসের।
এদিকে, রফিকুল হোসেন বাচ্চুর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল এমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম. রেজাউল করিম চৌধুরী, সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ প্রমুখ পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধ৪৮ বছরে নান্দিকার
পরবর্তী নিবন্ধডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যের ভূমিকা গুরুত্বপূর্ণ