মহানগর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে গাড়ি ও দোকান ভাঙচুর

| মঙ্গলবার , ১৭ জানুয়ারি, ২০২৩ at ১১:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল বিএনপির মিছিল পরবর্তী পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুর ও দোকান ভাঙচুরের প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। সংঘর্ষের পর দারুল ফজল মার্কেট সংগঠন কার্যালয়ে তাৎক্ষনিক নগরীর বিভিন্ন এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়।

সংগঠন কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহাম্মেদ ইমুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীরের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইমরান আহাম্মেদ ইমু বলেন, বিএনপি আবার তাদের পুরোনো রূপে আবির্ভূত হয়েছে। গাড়ী ভাংচুর, জনগণের জানমালের ক্ষতি করা, এক পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার মাধ্যমে তারা বুঝিয়ে দিয়েছে বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। এদের প্রতিহত করতে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী রাজপথে থাকবে।

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন খোরশেদ আলম মানিক, হালিম শিকদার মিতু, এম হাসান আলী, আনিসুর রহমান, শরফুল আনাম জুয়েল, তোফায়েল আহমেদ মামুন, হাবিব রহমান, মাহমুদুর রশীদ বাবু, ইমাম উদ্দিন নয়ন, মো. সালাউদ্দিন, মোহাম্মদ জুনায়েদ, মুজিবুর রহমান, জাহেদুল ইসলাম ইরাক, রাকিব হায়দার, কাজী নাঈম, মিজানুর রহমান, মিজানুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমিরাতে মৃত্যুবরণকারী ৩ প্রবাসীর পরিবারে ৯ লাখ টাকা অনুদান
পরবর্তী নিবন্ধমেরিন সিটি মেডিকেল হাসপাতালে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প