কারাবন্দী সাংবাদিক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় ছাত্রদলের পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতৃবৃন্দ। মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল তুহিনের নেতৃত্বে সোমবার তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জিইসি মোড় থেকে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ওয়াসা মোড় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন, নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু, শহিদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, নুর জাফর নাঈম রাহুল। সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, আবু কাউছার, শাহরিয়ার আহমেদ, আল মামুন সাদ্দাম, কামরুল হাসান আকাশ সহ বিভিন্ন কলেজ, থানা, ওয়ার্ড এবং ইউনিটের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।