প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর কোকো স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট গতকাল শনিবার পাহাড়তলী ঝাউতলা মাঠে অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় দেওয়ান বাজার ওয়ার্ড কোকো সংসদ। ফাইনাল খেলায় তারা ৩–২ গোলে পাহাড়তলী ওয়ার্ড কোকো সংসদকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন মো. ইফতেখার, মো. হুমায়ুন, মো. মাওলা। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান কোকো ছিলেন একজন সফল ক্রীড়া সংগঠক। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে তার ভূমিকা ছিল অপরিসীম। চট্টগ্রাম মহানগর কোকো স্মৃতি সংসদের সভাপতি হাসান রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন মোহাম্মদ রিমনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক আরঙ্গজেব খান সম্রাট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তানভীর মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার, মো. মিল্টন, রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক জিয়াউর রহমান জিয়া, কোকো সংসদের যুগ্ম সম্পাদক শাহারিয়ার আহমেদ, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. হোসেন। উপস্থিত ছিলেন পাহাড়তলী ওয়ার্ড কোকো সংসদের টিম ম্যানেজার ও সংসদের যুগ্ম সম্পাদক নীরব পাটোয়ারী, জানে আলম কুসুম, মো. মিরাজ, দেলোয়ার হোসেন সুমন, ফারুক হোসেন, সহ সাধারণ সম্পাদক শাহনেওয়াজ শাওন, শামসুল আলম শামসু, মো. আলম, সহ সাংগঠনিক সম্পাদক ও দেওয়ান বাজার ওয়ার্ড কোকো সংসদের টিম ম্যানেজার মো. ইয়াসিন, মো. রবিউল, মো. ইকবাল, জহিরুল ইসলাম প্রমুখ।