যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে কর্মসূচিতে ছিল বিজয় র্যালি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযুদ্ধের বীর শহীদদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বৈষম্যমুক্ত রাষ্ট্রগঠনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার আহ্বান জানান।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) উদ্যোগে বন্দরের জল সীমানায় অবস্থিত সকল জাহাজ ও জলযান সমূহ কর্তৃক এক নাগাড়ে ১ মিনিট হুইসেল বাজানোর মাধ্যমে দিবসের সূচনা হয়। চবক চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, রিপাবলিক ক্লাবস্থ স্মৃতিস্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন ও অভিবাদন গ্রহণ করেন এবং পুস্পস্তবক অর্পণ করেন। বন্দর হাসপাতালে অভ্যন্তরীণ রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিকালে শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বন্দর রিপাবলিক ক্লাব বনাম মুক্তিযোদ্ধা সংসদ বন্দর থানা কমান্ড এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত । এছাড়াও আলোকসজ্জা এবং ব্যানার, ফেস্টুন ও পতাকা দ্বারা বন্দর ভবন ও সন্নিহিত এলাকা সজ্জ্বিত করা হয়। বন্দরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস সম্পর্কিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জেলা আইনজীবী সমিতি : চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এক আলোচনা সভা সমিতির ৩নং মিলনায়তনে সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুুরী রাজ্জাক স্বাগত বক্তব্য রাখেন। মো. কাশেম কামালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক মহানগর পিপি আব্দুস সাত্তার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক অশোক কুমার দাশ, সদস্য অঞ্জন প্রসাদ, মো. মাহবুব ইসলাম, আব্দুস ছবুর, মোহাম্মদ ফারুক হোসেন চৌধুরী, মো. রফিকুল আলম, আবু হানিফ, শিপন কুমার দে, আক্তারুণ নেসা বেগম,আব্দুল কাদের, মাহফুজুর রহমান, আশরাফুল হক আনসারী জুয়েল, আব্দুল্লাহ আল ফাহাদ, ইমরান হোসাইন চৌধুরী, মো. নাসিমুল আবেদীন রায়হান, মো. ফকরুল ইসলাম গালিব, মোহাম্মদ শাকিল প্রমুখ।
সিআইইউ : সিআইইউতে মহান বিজয় দিবসের আলোচনা সভায় বক্তারা বৈষম্যমুক্ত রাষ্ট্রগঠনে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান।জামালখানস্থ ক্যাম্পাসে বিজয় দিবস উদযাপন উপলক্ষে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড. এম এম নুরুল আবসার। ড. রুবেল সেন গুপ্তের সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ড. নাঈম আব্দুল্লাহ, ড. ইমন কল্যান চৌধুরী, নাজনীন আক্তার, কুমার দোয়েল দে প্রমুখ। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের অর্জনকে দুর্নীতি ও বৈষম্যমুক্ত দেশ নির্মাণের সোপান হিসেবে অন্তরে লালন করতে হবে।
আইইবি : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকৌশলী মিয়া মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন এফইএবি চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী মনজারে খোরশেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রকৌশলী মো. রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন প্রকৌশলী মমিনুল হক, প্রকৌশলী কাজী আরশাদুল ইসলাম ও প্রকৌশলী মো. ফরিদুল আলম।
প্রধান আলোচক প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, সকল শহীদদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত নতুন দেশে বৈষম্যমুক্ত,সকল ধর্মের অংশগ্রহণ, পেশীশক্তি মুক্ত ও মেধার ভিত্তিতে দায়িত্ব প্রদানের মাধ্যমে একটি সুস্থ ধারার বাসযোগ্য দেশ বিনির্মাণ প্রয়োজন। এক্ষেত্রে সকল প্রকৌশলীদের স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন তিনি। প্রধান আলোচক নব্য স্বাধীন এদেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান। বক্তব্য রাখেন প্রকৌশলী অহিদুল ইসলাম, প্রকৌশলী মেজবাহ উদ্দিন খালেদ, প্রকৌশলী ফেরদৌস, প্রকৌশলী এএসএম শাহজাহান, প্রকৌশলী আহাদ, প্রকৌশলী ফরহাদ, প্রকৌশলী মো. মামুুন প্রমুখ।
জাসাস উত্তর জেলা : মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন জাসাস উত্তর জেলা শাখা। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ আমিনুল ইসলাম, কাজী সাইফুল ইসলাম টুটুল, সাহাদাত খন্দকার, জসিম উদ্দিন তালুকদার, খুরশেদ আলম, নজরুল ইসলাম মামুন, শাহাদাত হোসেন, মো, তারেক প্রমুখ।
গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল : মহান বিজয় দিবস উপলক্ষে পটিয়ার সাবেক সাবেক সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল অনুসারী বিএনপি, যুবদল ছাত্রদল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাদামতল চত্বরে র্যালি শেষে এক সমাবেশ গাজী মোহাম্মদ মনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শাহাবুদ্দিন খোকন, ফজলুল কাদের, এস এম সালাম ফারুকী, জিএম মকসুদুল করিম, আবদুল মোতালেব মনু, জাহাঙ্গীর আলম, বছিরুল আলম, আবদুর রহমান, গাজী হাসান, বখতিয়ার উদদীন বকুল, শাহাদাত হোসেন দুলু, গাজী নেওয়াজ, নুরুল করিম, হাসমত আলী, মো. ওসমান, মোস্তফা মোরশেদ, ফজলুল করিম, নাছির মেম্বার, আবু শহীদ রমজান, শাহজান সিরাজ, করিম মেম্বার, খোকন শাহ, এয়াকুব, জমির উদদীন, গাজী দিদার, মো. শাহ আলম, মো. ফারুক প্রমুখ।
খলিফাপট্টি ব্যবসায়ী কল্যাণ সমিতি : খলিফাপট্টি ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে সাধারণ সম্পাদক ইমাম হোসেনের সভাপতিত্বে ও মো. আরশে আজিম আরিফের সঞ্চালনায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি খন্দকার নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাব্বির আহমেদ, হারুনর রশীদ, হাসান আলী, মনসুর আলম, জামাল উদ্দিন, মাহমুদ আলী, নুরুল আজিম, ফখরুল ইসলাম, মো. ওবাইদুল হক আখের, এরশাদ আলী প্রমুখ।