মহান বিজয় দিবস

অপু বড়ুয়া | বুধবার , ১১ ডিসেম্বর, ২০২৪ at ৭:৫৭ পূর্বাহ্ণ

লাখো শহিদের স্মৃতির চিহ্ন

স্মৃতিসৌধের টানে

বারবার যাই শ্রদ্ধা জানাতে

থাকি আমি যেই খানে।

প্রিয় স্বাধীনতা দিবসের ভোরে

আমি যাই ফুল নিয়ে

জানাই আমার আনত শ্রদ্ধা

স্মৃতির অর্ঘ্য দিয়ে।

ডিসেম্বরের ষোলই মহান

বিজয়ের দিনে এলে

স্মৃতিসৌধের টানে ছুটে যাই

যাবতীয় কাজ ফেলে।

পূর্ববর্তী নিবন্ধবিজয় দিবস আসবে বলে
পরবর্তী নিবন্ধযুদ্ধে গেলো ভাইটি আমার